Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গল্প নয় সত্যি
ডাউনলোড

 সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সময়ে  (মা ইলিশ শিকার) উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ ফোর্সসহ সহকারী কমিশনার(ভূমি)  জনাব ফারজানা নাসরীন  পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার বিরুদ্ধে অভিযনে যান। অভিযান  চলাকালীন হঠাৎ প্রায় ১ কি:মি: দূরে একটি  মা  ইলিশ মাছ ধরার  নৈাকা  দেখা যায় । সহকারী কমিশনার(ভূমি) ঐ নৈাকাটি ধরার জন্য স্পীডবোডের  চালককে দ্রুত  স্পীডবোডটি  চালানোর জন্য অনুরোধ করেন। তিনি দ্রুত স্পীডবোড  চালিয়ে মা ইলিশ মাছ ধরার নৈাকাটির কাছাকাছি যাওয়া মাত্র নৈাকায় থাকা ৪ জন জেলে লাফিয়ে পদ্মা নদীতে নেমে পড়ে। তাদের এই দু:সাহসিক কান্ড দেখে আমরা সবাই হতবাক হয়ে যাই। কিছুক্ষন পড়ে জেলে ৪ জন অনেক দূর সাতরিয়ে এক ছড়ে  গিয়ে ওঠে এবং চলে যায়। আমরা নৈাকাটিকে আটক করার  পর নৈাকার ভিতর ৩০ কেজি ইলিশ মাছ (ছোট -বড়) জব্দ করি এবং মাছগুলো চরসর বান্দিয়া ছোনের মসজিদ মাদ্রাসা ও এতিম খানায় দান করে ঐ দিনের  অভিযান শেষ করা হয়।